ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আশুলিয়ায় অধিকাংশ কারখানা খুললেও এখনো বন্ধ ২০টি 

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮

আশুলিয়া শিল্পাঞ্চলের বন্ধ কারখানার অধিকাংশই আজ রোববার খুলেছে। তবে এখনো ২০টি কারখানা বন্ধ রয়েছে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পান। এসব কারখানাগুলোর মধ্যে ১৮টি আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় চলছে সাধারণ ছুটি।

এদিকে, খোলা কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলছে। ফিরেছে কর্মচাঞ্চল্য। তাছাড়া, কারখানার বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহলও অব্যাহত রয়েছে।

অপরদিকে গাজীপুরের কারখানোগুলো পুরোদমে সচল রয়েছে। রোববার সকালে থেকেই নির্ধারিত সময়ে দলে দলে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা।

এর আগে, গত বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৬টি কারখানা ১৩/১ ধারায় বন্ধ ছিল। এছাড়া ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল ৪৯টি কারখানা বন্ধ ছিল।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ