রাজধানীর মিরপুরে শাহআলী থানাধীন ‘সি’ব্লকের তিন তলার একটি ফ্ল্যাট থেকে পারভেজ (৩০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ইল ইসলাম বলেন, ‘পারভেজ পুরুষ হলেও এলাকায় ‘সীমা’নামে তৃতীয় লিঙ্গের পরিচয় দিতেন। স্থানীয় তৃতীয় লিঙ্গদের কাছ থেকে খবর পেয়ে ওই ফ্ল্যাটে তাকে বিছানায় শোয়া এবং গলায় আঘাতের চিহ্নসহ মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কারা, কী কারণে হত্যা করেছে তা তদন্ত চলছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এদিকে শুক্রবার সকালে মিরপুর শাহআলী বেড়িবাঁধ রয়েল সিটি এলাকার একটি বাড়ির ছাদ থেকে খাদিজা আক্তার বৃষ্টি (২৮) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহআলী থানার এসআই রহিজ উদ্দিন জানান, নিহত বৃষ্টির সঙ্গে তার স্বামীর সাত বছর আগে বিচ্ছেদ হয়।
তিনি রয়েল সিটি এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। দেড়তলা ওই বাড়ির ছাদে কয়েকটি টিনশেড ঘর রয়েছে। গতকাল বৃহষ্পতিবার রাতে বোনের বাড়ি থেকে নিজের ঘরে ফেরেন বৃষ্টি।
শুক্রবার সকালে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশে জানায়। খবর পেয়ে ওই ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বৃষ্টির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টি ‘মাদকাসক্ত’ ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রহিজ উদ্দিন।
অন্যদিকে রাজধানীর পল্টনে লাভলী বেগম (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাভলীর মরদেহ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানায়, নিহত লাভলীর গ্রামের বাড়ি সিলেট বিয়ানীবাজার উপজেলায়। বিদেশ যাওয়ার কাগজপত্র ঠিক করতে গ্রাম থেকে কথিত স্বামী আব্দুল কুদ্দুসের সঙ্গে ঢাকায় এসে ফকিরাপুল এলাকায় একটি আবাসিক হোটেলে উঠেছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে লাভলী হোটেল থেকে বের হয়ে এক নারীর সঙ্গে যাচ্ছিলেন। ওই নারী তাকে বিদেশ যাওয়ার কাগজপত্র ঠিক করে দিতে চেয়েছিলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান লাভলী। পরে ওই নারী ও পথচারীরা তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওই হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের পর ওই তরুণীর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের সঙ্গে থাকা নারীকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ