ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজধানীতে পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২১, ২২:২৮

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পুকুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে গুলিস্তান নাট্যমঞ্চের পাশের পুকুর থেকে উজ্জ্বল (৩২) নামে এক যুবক ও সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে ৭৫ বছরের অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক ওবায়দুর রহমান জানান, উজ্জ্বলের বাবার নাম জামাল। তিনি গুলিস্তান নাট্য মঞ্চে এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন।

বৃহস্পতিবার সকালে উজ্জ্বলসহ কয়েকজন মিলে নাট্যমঞ্চে পুকুরে গোসল করতে নামে। এরপর সবাই পুকুর থেকে উঠে গেলেও উজ্জ্বল পানি থেকে উঠতে পারেনি। পরে তার সঙ্গে থাকা কয়েকজন পানিতে খোঁজাখুঁজি করে। অনেক সময় ধরে খোঁজাখুঁজি করেও উজ্জ্বলের কোনো সন্ধান না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। তবে বিষয়টি কাউকে জানায়নি।

ওবায়দুর রহমান আরো বলেন, শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে অজস্র পুরোনো কাটা চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে ছিল পুরোনো ময়লাযুক্ত কাপড়।

জাহাঙ্গীর হোসেন আরো বলেন, তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই অজ্ঞাত নারী ফুটপাতেই থাকতেন। তার পায়ে পুরোনো জখম রয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ