ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আটক ১

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২১, ২২:১৬

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পিবিএন।

এপিবিএন ১৪’র কমান্ডিং অফিসার পুলিশ সুপার নাইমুল হক জানান (শুক্রবার) সকালে কুতুপালং ক্যাম্প থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে ক্যাম্পের ভেতর থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এরপর তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি মামলা করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোর্শেদ জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ মামলাটি দায়ের করেছেন।

তিনি বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।’

গত বুধবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের ভেতরে বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গাদের একজন শীর্ষ নেতা মুহিবুল্লাহ নিহত হন। তিনি ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান। তার হত্যাকাণ্ডের ঘটনার পর রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলো।

হত্যাকাণ্ডের সঙ্গে তার পরিচিত ব্যক্তিরা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কক্সবাজারে কুতুপালং ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪’র কমান্ডিং অফিসার পুলিশ সুপার নাইমুল হক বৃহস্পতিবার বলেন, ‘যেহেতু হত্যাকারীরা তার কাছে যেতে পেরেছিলেন এবং তার সঙ্গে দেখা করতে পেরেছিলেন, তারা তার পরিচিত ব্যক্তি ছিলেন বলেই প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে।’

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ