সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডের মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (বুধবার ১১ সেপ্টেম্বর) উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আদালতে তোলা হবে।
সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি ও হত্যায় সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড চাওয়া হবে।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক বলেন, রাত পৌনে ১০টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
প্রসঙ্গত, তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ