ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের আশঙ্কা

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪

দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চটগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিধ মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

এদিকে, মঙ্গলবার সকালে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত তুলে ফেলা হয়।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। পরে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ