ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৫ মৃত্যু 

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৭

ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু। চলতি বছরের সেপ্টেম্বর মাসে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। এ নিয়ে চলতি বছর মারা গেলেন ১০২ জন। একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫৩৪ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যা বেশি।

ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ