ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সায়েন্সল্যাবে আইডিয়াল-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট জোনের এসি তারিক লতিফ বলেন, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন।

এ ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন ঢাকা ট্রিবিউনের জুনিয়র মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফারদিন আলম। এ সময় শিক্ষার্থীদের ছোড়া ইট এসে তার মাথায় লাগে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সহকর্মী ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নয়াশতাব্দী/জিএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ