ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভূমি অফিসের কর্মীদের হাসনাত আব্দুল্লাহর কঠোর হুঁশিয়ারি

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭

ভূমি অফিসে ঘুষ দেয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা এবং কাজ স্লো করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ভূমি অফিসে ঘুষ দেয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ