গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাবের মিডিয়া বিভাগ।
বাহিনীটি জানায়, রাজধানীর কেরানীগঞ্জ থেকে র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে কারাগার কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে।
এর আগে, বুধবার (৪ সেপ্টেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক চার আসামিকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ