ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

অন্তর্বর্তী সরকারের ১ মাস, যা বলছেন বিশেষজ্ঞরা

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৮

সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনের অবসানের পর গত এক মাসে স্বস্তি ফিরেছে জনমনে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করেন বিশ্লেষকেরা। প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রের সংস্কার দৃশ্যমান করার তাগিদ তাদের। এছাড়া, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনি রোডম্যাপও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর তিনি দিন পর শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

এই এক মাসে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে তৈরি নানা সমস্যার কারণেই চাপ তৈরি হয়েছে। আস্থা অর্জনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ‘সরকার আমাদের স্বস্তি দিয়েছে। তবে, আইনশৃঙ্খলা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। পুলিশকে এখনো সংগঠিত করা যায়নি। যারা আসবে না তাদের বরখাস্ত করা হোক। সেই জায়গায় বেকারদের জায়গা দেয়া উচিত।’

আরেক রাষ্ট্রবিজ্ঞানী আল মাসুদ হাসানুজ্জামান বলেন, ‘প্রশাসন, শিক্ষায় স্থবিরতা কমেছে। আন্তর্জাতিক পর্যায়ে সরকারের গ্রহণযোগ্যতা রয়েছে এবং স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। এটি সরকারের ইতিবাচক দিক।’

রাষ্ট্রের ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সেটা দৃশ্যমান করতে তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা।

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী আরো বলেন, ‘রাজনৈতিক দলের কাছে ফিরতে হবে গণতন্ত্রের জন্য। এটা করতে হলে আনলিমিটেড সময় দেওয়া যাবে না। সরকারের রোডম্যাপ দেওয়া উচিত, এই কাজ করবো, এই সময়ের মধ্যে। হয়ত সেটা ঠিক সময়ের মধ্যে হবে না। এদিক ওদিক হতে পারে কিন্তু একটা রোডম্যাপ দেওয়া উচিত।’

রাষ্ট্রবিজ্ঞানী আল মাসুদ হাসানুজ্জামান আরো বলেন, ‘শুধু সরকার নয়, স্টেকহোল্ডার রাজনৈতিক দলগুলোকেও সংলাপ চালাতে হবে। নাগরিক সমাজ ও ছাত্রদের মত নিয়ে একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে। তবে, এটি কঠিন। রোডম্যাপ নির্ধারণ ও সরকার কতোদিন থাকবে বলা মুশকিল। যেহেতু সংস্কার দীর্ঘ প্রক্রিয়া। তবে, শুরু করে দিয়ে যেতে হবে।’

একই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে সরকারকে সতর্ক করেছেন এই রাষ্ট্রবিজ্ঞানীরা।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ