মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বিএনপি মহাসচিবের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। রোববার ( ৮ সেপ্টেম্বর ) বিকাল ৪টায় গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন– তেল পরিশোধন, তথ্য প্রযুক্তিতে সহায়তাসহ বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ইরান।

তিনি আরও বলেন, কাজের ক্ষেত্রে বড় সম্ভাবনা আছে বাংলাদেশে। এদেশের মানুষের সঙ্গে কাজ করতে চায় তারা, এমনটা জানিয়েছে ইরানের রাষ্ট্রদূত। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন যুগের সূচনাকে স্বাগত জানিয়েছে তারা।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ