মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

মোদির সঙ্গে বাংলাদেশ নিয়ে আলাপের বিষয়ে জানাল আমেরিকা

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপের ৯ দিন পর গতকাল বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গতকাল এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ফোনালাপে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলাপ করেছেন।’

জন কিরবি বলেন, ‘আমি বলতে চাচ্ছি, প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’

যদিএ এর আগে গত ২৬ আগস্ট মোদির সঙ্গে বাইডেনের ফোনালাপের বিষয়ে দেওয়া বিবৃতিতে বাংলাদেশের বিষয়টি উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। তবে মোদির এক্স পোস্টে ও তাঁর কার্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের বিষয়টি আলাপ হয়েছিল বলে নিশ্চত করা হয়।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বাইডেন ও মোদি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক ও পুনরুদ্ধার করা এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ