ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, আমাকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে আশা করা যায় রোববার যোগ দেব।

মোহাম্মদ আজম বাংলা একাডেমিতে অধ্যাপক মো.হারুন-উর-রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ অগাস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন রশীদ আসকারী।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ