ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিবি কার্যালয়ে অসুস্থ হাজি সেলিম, কোলে করে নেওয়া হলো ঢামেকে

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫

রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে হাজি সেলিমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে নতুন ভবনের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার পরে গত সোমবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে তোলা হয়। আদালতে এসে সেদিন অঝোরে কাঁদেন ঢাকা-৭ আসনের সাবেক এ সংসদ সদস্য।

পরে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া হাজি সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ