ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া 

প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০১

মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুল জন্মদিনসহ মানহানির পাঁচ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক খালেদা জিয়ার আইনজীবীর করা লিখিত আবেদন দেখে পাঁচ মামলা থেকে তাকে খালাস দেন।

বিএনপির আইনজীবীদের অভিযোগ, চার বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতে মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল।

এর আগে, খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার রায়ের শুনানি আবারও পিছিয়েছেন আদালত। সাক্ষী উপস্থিত না থাকায় ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ওই মামলার পরবর্তী শুনানির দিন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ