রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য। আজ সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।
এর আগে আজ সোমবার দুপুরে গণঅধিকার পরিষদকে (জিওপি) নিবন্ধন দেয় ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য এই দুটি দলসহ বেশ কিছু দল ইসিতে আবেদন করেছিল। কিন্তু তখন এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্যের মতো দলগুলোকে নিবন্ধন না দিয়ে নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দিয়েছিল ইসি। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল।
ছাত্র-জনতার গণ–আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে আজ গণঅধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ