ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারাদেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা।
আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকা মেডিকেলের বাগান গেটে চিকিৎসকরা নিরাপত্তা দাবিসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘চিকিৎসকদের ওপর হামলা কেন জবাব চাই,’ দিতে হবে’, ‘অ্যাপ্রোনে রক্ত কেন জবাব চাই, দিতে হবে’, ‘ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে দিতে হবে’ ,‘‘হামলাকারীদের বিচার চাই,.. করতে হবে’, ইত্যাদি স্লোগান দেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এখানে ভুক্তভোগী ডাক্তাররা তাদের ঘটনার বিবরণ দেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেন।
চিকিৎসকদের চার দাবি:
১. অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. ঢাকা মেডিকেলসহ সারা দেশের সব উপজেলা, জেলা, সদর বিভাগীয় হাসপাতালে আর্মিসহ অন্যান্য সিকিউরিটি ফোর্স নিয়োগ দিতে হবে।
৩. চিকিৎসকদের নিরাপত্তার প্রদানের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ বাস্তবায়ন করতে হবে। ৩১ আগস্ট ঢাকা মেডিকেল প্রশাসন আশ্বাস দিয়েও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এর সুষ্ঠু জবাব এবং পূর্ণ তদন্ত চাই।
৪. কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতিদ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ