কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সিসিটিভির ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে।’
আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।
চিকিৎসদের সন্তান সমতুল্য আখ্যা দিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র মৃত্যুর ঘটনা পীড়াদায়ক।
তিনি বলেন, ‘কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেয়ার মতো নয়। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, চিকিৎসকরা তাদের যথাসাধ্য দায়িত্ব পালন করেছে। কথায় কথায় চিকিৎসকদের গায়ে হাত তোলা যাবে না। যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে এমনটাও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ