প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতীয় সংসদ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবও দিয়েছে দলটি। এছাড়া কোনো ব্যক্তি যেন একইসঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে না পারে সেই প্রস্তাব দিয়েছে জাপা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (৩১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে জাপা নেতারা এ প্রস্তাব দেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, ছাত্র আন্দোলনের যারা শহীদ ও আহত হয়েছেন তাদের বীর সেনা উপাধি দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় জি এম কাদের প্রধান উপদেষ্টার প্রস্তাব দিয়েছেন- প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি সময় যেন না থাকেন। এছাড়া কোনো রাজনৈতিক দলের পক্ষে ব্যাপক হারে সংস্কার করা সম্ভব নয়। আপনি যেহেতু সুযোগটুকু পেয়েছেন তাই ব্যাপক সংস্কার করতে পারবেন। আর এই সংস্কার করতে গিয়ে যতটুকু সময় প্রয়োজন সেই সময় জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়ার হবে।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে চুন্নু বলেন, প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে ব্যবস্থা এবং যেখান থেকেই স্বৈরতন্ত্রের উদ্ভব। এই জায়গায় যেন ভারসাম্য তৈরি করা হয়, সেই প্রস্তাব দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের প্রশাসন বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত সরকার হলে সেই কাজগুলো করতে চায় না। আমাদের চেয়ারম্যান বলেছেন, তারা অন্তর্বর্তী সরকার জনগনের অকুন্ঠ সমর্থণ আছে। দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধতে ভারসাম্য আনতে হবে।
সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবেন সেটা অনেক সময় করেন না।
দেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই কম বেশি ভুল-ত্রুটি করেছে বলে দাবি করেন চুন্নু।
তিনি বলেন, আমাদের অনেক ভুল ত্রুটি আছে। যেটুকু সময় প্রয়োজন সেটুকু দেওয়া হবে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ