সম্প্রতি দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় একদিনের বেতন দিয়েছেন প্রভাতী ইন্স্যুরেন্স কোং লি.-এর কর্মীরা। তাদের অর্থ দিয়ে কুমিল্লা ও ফেনী বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কয়েশ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিজ দায়িক্তে পৌঁছে দেন তারা।
চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত ৫২ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির এই মহতী উদ্যোগ বিভিন্ন মহল হতে প্রসংশিত হয়েছে। এসময় তারা ভবিষ্যতেও বিভিন্ন দুর্যোগ মহামারিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ