রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে কর্মস্থল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে মো. রিপন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।
রিপন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের প্রয়াত আলম শরীফের ছেলে। সে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি শাড়ির দোকানের সেলসম্যান ছিল। সপরিবার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে থাকত।
রিপনের বড় ভাইয়ের বন্ধু শুভ মাতবর জানান, রিপন গত বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিল। এ সময় পূর্ব রসুলপুরে তার বাসার কাছে স্থানীয় আরেক কিশোর তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই কিশোরের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাওন ছুরি দিয়ে রিপনের পেটে ও বুকে আঘাত করে।
এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। ছুরিকাঘাতের পর রিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, কামরাঙ্গীরচর থেকে ছুরিকাঘাতে আহত এক কিশোরকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই জানান, শাওন নামে এক কিশোর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ