ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সেই পাঠাও চালককে বাইক উপহার 

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২২:১০

দেশব্যাপী আলোচিত রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়া পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটরসাইকেল উপহার দিয়েছে টিম পজিটিভ বাংলাদেশ।

বুধবার রাতে বাসায় গিয়ে বাজাজ-১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলটি উপহার হিসেবে সেই চালকের হাতে তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী এই সংগঠনটির অন্যতম উদ্যোক্তা।

গোলাম রাব্বানী বলেন, শওকত আলমের বাইক পোড়ানোর ভিডিও দেখে নিজের কাছে খুব খারাপ লেগেছিল। মানবিক জায়গা থেকেই আসলে তাকে বাইকটি উপহার দিয়েছি। শওকত আলম আবারো এই মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং করবেন।

এ নিয়ে গোলাম রাব্বানী ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, Team Positive Bangladesh-TPB এর পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ হিসেবে একটি ব্র্যান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল দেওয়া হয়েছে।”

গত ২৭ সেপ্টেম্বর বাড্ডা লিংক রোড এলাকায় জনতা ইনস্যুরেন্সের সামনে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন শওকত। ঘটনার পর পুড়ে যাওয়া মোটরসাইকেল ও শওকত আলমকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ