ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

১৯ স্বর্ণের দোকানে একযোগে ডাকাতি

১৫ ডাকাত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

ঢাকার আশুলিয়ায় গত ৬ সেপ্টেম্বর একযোগে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানতে পারে, এর সঙ্গে আন্তঃজেলা ডাকাতের একটি দল জড়িত।

পরে একে একে ওই দলের মূলহোতাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়। এরা রাজধানীর রাপা প্লাজাসহ বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। সর্বশেষ গত বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের নেতৃত্বদানকারী সোহরাব হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, এই ডাকাত দলটির নেতৃত্বে রয়েছেন সোহরাব হাওলাদার (৪৮) নামে একজন। যিনি দলের অন্যদের কাছে মাস্টার হিসেবে পরিচিত।

তার পরিকল্পনা ও নেতৃত্বেই এসব ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের কাছ থেকে একটি স্পিডবোটও উদ্ধার করা হয়। যা ব্যবহার করে ডাকাতি শেষে নৌপথে দ্রুত পালিয়ে যেত দলটি। আশুলিয়ার ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে অন্তত ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি বলেন, গ্রেফতারদের দেয়া তথ্যমতে বিভিন্ন এলাকা থেকে লুট করা স্বর্ণালঙ্কার ও স্বর্ণ গলিয়ে তৈরি পাত উদ্ধার করা হয়। জানা যায়, পুরান ঢাকার তাঁতীবাজারকেন্দ্রিক একটি চক্র সক্রিয় রয়েছে। যারা এসব স্বর্ণালঙ্কার সংগ্রহ করে পাত বানিয়ে বিক্রি করে।

তিনি আরো বলেন, আশুলিয়ার ঘটনা তদন্তে গত ফেব্রুয়ারিতে রাজধানীর রাপা প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতির রহস্যও উন্মোচিত হয়। এই ডাকাত দলটির একটি গ্রুপই রাপা প্লাজায় ডাকাতি করেছিল। ডাকাত দলটির দেয়া তথ্যমতে, মুন্সীগঞ্জের শিমুলিয়া বাজারঘাট থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি স্পিডবোট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। ডাকাত দলের সদস্যরা ডাকাতি শেষে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য এই স্পিডবোট ব্যবহার করত বলেও জানান তিনি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ