রাজধানীর বারিধারা থেকে মাদকসহ গ্রেফতার কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে ভাটারা ও খিলক্ষেত থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
তবে এদিন গুলশান থানায় দায়ের করা মাদকের আরেক মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ জন্য তিনি কারামুক্ত হতে পারবেন না।
উল্লেখ্য, গত ১ আগস্ট রাতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়।
এ সময় তার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি। এছাড়া রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল। এ ঘটনায় তার বিরুদ্ধে ভাটারা, গুলশান ও খিলক্ষেত থানার মামলা হয়। ওই মামলায় একাধিকবার রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন এ অভিনেত্রী।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ