ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মধ্যরাতে ডিমের পাইকারি আড়তে অভিযান

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২৪, ১০:৪০

সরবরাহ সংকটের অজুহাতে আবারও পাইকারি ও খুচরা বাজারে ডিমের রেকর্ড দাম বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। পাইকারি ডিম ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে ডিমের সরবরাহ কমে গেছে। পাহাড়তলী ডিমের পাইকারি আড়তে আগে প্রতিদিন ১৭–১৮ গাড়ি ডিম আসত। এখন সেটি অর্ধেকে নেমে এসেছে। এছাড়া ত্রাণ হিসেবেও অনেকে ডিম কিনছেন।

সিন্ডিকেটের মাধ্যমে, ডিমের দাম বৃদ্ধি ঠেকাতে মধ্যরাতে ডিমের পাইকারি দোকান ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজধানীর কাওরানবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় ডিম্রযা মূল্য তালিকা এবং বিক্রয় রিসিটে অতিরিক্ত দাম উল্লেখ করায় একটি আড়ৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এক পাইকারি ক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।

পরে ভোক্তা অধিদফতর জানায়, পারস্পরিক যোগসাজশে কম মূল্যে ডিম কিনে, বেশি দামে বিক্রি করা হয়। যার উদ্দেশ্যেই তৈরি করা হতো ভুয়া রিসিট।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ