ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় গত ১ আগস্ট। চারদিনের ব্যবধানে ৫ আগস্ট আন্দোলনের মুখে পতন ঘটে তৎকালীন ক্ষমতাসীনদের। ক্ষমতার পালাবদলে জামায়াত-শিবিরের নিষিদ্ধের আদেশও প্রত্যাহারের কথা শোনা যায়। গত কয়েকদিন ধরে এ নিয়ে আদেশ জারির কথা থাকলেও আজও (মঙ্গলবার) তা হচ্ছে না।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানিয়েছে, জামায়াতকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন। এখনো এ ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত নিয়ে এ ফাইল আগামীকাল বুধবার আইন মন্ত্রণালয়ে যেতে পারে। এরপর প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দিলে গেজেট আকারে বিষয়টি প্রকাশিত হবে।
এর আগে ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ