ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬

আমিও বৈষম্যবিরোধী আন্দোলনে সহযোদ্ধা : প্রধান উপদেষ্টা

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৪, ১৯:৪১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ২০:০৯

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, নতুন এক বাংলাদেশ গড়তে চাই, নতুন প্রজন্মের বহুল আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। বৈষম্যবিরোধী যে আন্দোলন হয়েছে তার অংশীদার আমিও। আমি দেশের সব পেশার, সব বয়সের, সব ধর্মের মানুষকে, সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ছাত্রদের আহ্বানে সরকারে এসেছেন দাবি করে তিনি বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ-কষ্ট আপনাদের জমা আছে। সেটা আমরা বুঝি।

এ বিশেষ ব্যাপারে সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসংগতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এ সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ