ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বন্যার্তদের সহায়তা টিএসসিতে ৬ ঘণ্টায় সংগ্রহ ৮৪ লাখ টাকা

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৪, ১৯:০৩

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির।

বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এ উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুলসংখ্যক মানুষ।

গণত্রাণ সংগ্রহের তৃতীয় দিন আজ রোববার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগদ সংগ্রহ হয়েছে ৮৩ লাখ ৯০ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিএসসি থেকে নগদ সংগ্রহ সব মিলিয়ে ৮৩ লাখ ৯০ হাজার টাকা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ