ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

আগস্টের চেয়েও সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বেশি

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০

চলতি বছরে আগস্টের থেকেও সেপ্টেম্বরে ভয়ংকর ডেঙ্গু পরিস্থিতি। আগস্ট মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৯৮ জন। সেটি ছিল এ বছরের রেকর্ড সংখ্যক রোগী। সেপ্টেম্বর মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯০ জন। এর মধ্যে ঢাকায় ১৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৭ জন, যার মধ্যে ২১ জনই চলতি মাসে মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭৫৬ জন, আর বাকি ২০৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ হাজার ১৯৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৭ হাজার ১৭০ জন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ