ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬

রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে আনিসুল ও সালমান এফ রহমানকে

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২৪, ১২:৪৫

রিমান্ড শেষে আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে। এর আগে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে ১০ দিনের এবং দীপু মনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আদালতে তোলা হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত আইনজীবীরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন। ছুড়ে মারেন বিভিন্ন জিনিস। জনাকীর্ণ এজলাসে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান নিহত হন। নিউমার্কেট থানায় তার মায়ের করা হত্যা মামলায় ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান ও আনিসুল।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ