চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের প্রায় ১৩ জেলার ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় বন্যার্তদের জন্য নিজেদের বেতনের একদিনের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন রিমঝিম গ্রুপের কর্মীরা।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বন্যার্তদের জন্য একদিনের বেতন দিয়ে ত্রাণ বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়।
এতে বলা হয়েছে, সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে রিমঝিমের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন।
এদিকে টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজার জেলার পাঁচটি নদ-নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ