দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, ‘১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। নিহত হয়েছেন দুজন আর নিখোঁজের খবর নেই।’
নদীগুলো ভরাট হওয়ায় দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন উপদেষ্টারা।’
গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, কেবিনেট বৈঠকে বন্যাপরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ড. ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যদের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন। তিনি জানান, ১০ জেলা বন্যাকবলিত হয়েছে এবং সর্বশেষ হিসাবে ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে।দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টারা এই জেলাগুলো পরির্দশন করবেন বলে তিনি উল্লেখ করেন। আবহাওয়া অধিদপ্তরকে উদ্ধৃত করে শফিকুল আলম জানান, দীর্ঘ সময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ-নদী ও খালবিল শুকিয়ে যাওয়া।
তিনি বলেন, ‘কেবিনেট মিটিং হয়েছে বন্যা নিয়ে।’
আমি সেখানে ছিলাম। সেখানে এক্সটেনসিভ ডিসকাশন হয়েছে। সেখানে স্যার সবাইকে বলেছেন যে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান। অলরেডি আপনারা সবাই জানবেন যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যিনি দেখেন, ফারুক-ই-আজম, তিনি তাঁর সেক্রেটারিসহ অলরেডি ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন।
প্রেসসচিব বলেন, ‘আমরা জেনেছি, ১০ জেলায় ৩৬ লাখের বেশি মানুষ বন্যাকবলিত। এই ৩৬ লাখ লোকের কাছে ত্রাণ পৌঁছানোর চ্যালেঞ্জ আমরা নিয়েছি। নিহত হয়েছেন দুজন, আর নিখোঁজের খবর নেই।’
আমাদের প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক মনিটরিং করছেন যে কোথায় কী হচ্ছে, কোথায় কী করা যায়। এখন পর্যন্ত দুজন মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখনো আমাদের কাছে মিসিংয়ের কোনো ফিগার নেই।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, ‘বৈঠকে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত, এতে দুদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সয়ংক্রীয়ভাবে বাঁধ খুলে গেছে বলেও মন্তব্য করেছেন প্রণয় ভার্মা।’
‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টার। সুসম্পর্ককে কাজে লাগিয়ে পানিবণ্টনে দুদেশের সমঝোতার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা,’ যোগ করেন প্রেস সচিব।
বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ