ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২৪, ১২:৪৫

আইনিভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের কাজ প্রশংসনীয়।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন- বিপ্লবের মধ্যদিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। বিচারের জন্য তাকে আইনের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে ছোট করে দেখে না। জাতিকে সে ১৮ লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে দিয়ে গেছে। পাচার হয়ে গেছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। হাসিনা সরকার সব ধরনের ডিস্ট্রিবিউশান প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এ সরকার গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। এ সরকারের বয়স হয়েছে মাত্র ১১ দিন। আর এ কয়দিনে তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রসংশার দাবিদার। সব জায়গা থেকেই জঞ্জাল দূর করতে হবে। তাদের কাজ সব ঠিক করে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেয়া। একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্যও সময় দরকার বলেও জানান তিনি।

স্থায়ী কমিটিতে নবনিযুক্ত আরেক সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, যে দায়িত্ব দিয়েছেন আগামী দিনে সঠিকভাবে পালন করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে যেয়ে যারা গুম হয়েছে তাদের খুঁজে বের করা হবে। অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে। নতুনভাবে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছে। ড. ইউনূসের নেতৃত্বে সব দল একমত। যত দ্রুত সম্ভব সংস্কার করে জনগণের সরকার গঠন করার ব্যবস্থা করতে হবে। প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ