ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

‘পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই হাসিনার’

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২৪, ১৫:১২

‘শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া কোনো বীরত্ব নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে ছাত্র-জনতার আন্দেলনে নিহত রিকশাচালক মোহাম্মদ কামালের পরিবারে সদস্যদের সঙ্গে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, জনগণের ক্ষোভের মুখে শেখ হাসিনার রাজসিংহাসন উল্টে গেছে। দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। তার আগে আত্মীয় স্বজনকে নিরাপদে পার করে পরে নিজে পালিয়েছেন শেখ হাসিনা।

এ সময় দেশের প্রচলিত আইনে আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।

উল্লেখ্য, জুলাইয়ে জোয়ার ওঠা কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এতে প্রাণহানি ঘটে শত শিক্ষার্থী-জনতার আর আহত হয় সহস্রাধিক। আন্দোলনের জোয়ারে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর তার নামে এ নিয়ে মোট পাঁচটি মামলা করা হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ