বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নৌকা ফুটো হয়ে গেছে, বৈঠা খুঁজে লাভ নেই।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না।
এদিকে সারজিস বলেন, সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করতে হবে।
নব্বই দিনের মধ্যে নির্বাচন বন্দোবস্ত করতে ভারতের প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আহ্বান সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এদিন সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে থাকেন। এর মধ্যে সেখানে সাংস্কৃতিক জোটের কর্মীরা বিভিন্ন গানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে শুরু করেন।
দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাজারখানেক শিক্ষার্থী-জনতা শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা শেখ হাসিনা ছাড়াও তার দোসরদের বিচার দাবি করেন।সারা দেশের সব ছাত্র-জনতাকে পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ