বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড আবেদনের সময় এই হাই প্রোফাইল দুই আসামি পক্ষের হয়ে আদালতে লড়াই করার মতো ছিলেন না কোনো আইনজীবী।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের আইনজীবী না থাকায় এক পাক্ষিক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরাই শুনানিতে শুধু অংশ নেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত দুজনকেই ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় হাজারো আইনজীবী আদালত চত্বরে বিক্ষোভ করেন।
ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ওমর ফারুক ফারুকী বলেন, আজকে হাজার হাজার আইনজীবী এখানে বিক্ষোভ করছে। তারা আসামিদের ফাঁসির দাবি করেছেন। আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত নেই। এটাই প্রমাণ করে, তারা আইনের শাসনে বিশ্বাসী ছিলেন না।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ