সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০ টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির পদত্যাগের আল্টিমেটামের পর এবার হাইকোর্ট ঘেরাওয়ের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার সকাল ১০টার মধ্যে কার্জন হল গেইটে উপস্থিতির আহ্বান জানান তারা। এরপর হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি পালন করা হবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ