রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপর ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। মাঝখানে নামাজের বিরতি ছিল।
জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনী প্রধান ও পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন।
শুক্রবার দুপুরের দিকে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ