ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পাশে ফায়ার সার্ভিস

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২৪, ১৫:২৯

দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে শিক্ষার্থীরা। এ কাজে সহায়তায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্য ও তাদের ভলান্টিয়াররা কাজ করছে। নয়া শতাব্দীর প্রতিনিধিদের পাঠানো তথ্যে এসব জানা গেছে।

ঢাকা সিটির মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে করছে মিরপুর ফায়ার স্টেশন ও ফায়ার ভলান্টিয়ার কর্তৃক।

রাজধানীর বারিধারা,ভাটারা এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বারিধারা ফায়ার স্টেশন ও ভলান্টিয়ারদেরও কাজ করতে দেখা গেছে।

এ ছাড়া টাঙ্গাইল শহর, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন পয়েন্টে, নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বিভিন্ন পয়েন্টে, চুয়াডাঙ্গা জেলার হাসান চত্বর, মাদারীপুর জেলা সদর ইটেরপুল তিনরাস্তার মোড়ে ও সিলেট মৌলভীবাজার রোড (চৌমুহনা) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে নিজ নিজ এরিয়ার ফায়ার সার্ভিস সদস্য ও তাদের ভলানটিয়াররা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ