ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএনসিসি

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২৪, ০৯:৫৭

রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। আনসার বাহিনীর সাথে সমন্বয় করে তারা কাজ করবে। এর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করবে বিএনসিসি ক্যাডেটরা।

বুধবার (৭ আগস্ট) বিএনসিসির মহাপরিচালকে পক্ষে মেজর এস এম আমিনুল হক এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশ প্রদান করেন। এতে অনতিবিলম্বে এই নির্দেশ পালনের কথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে কিছু স্বার্থান্বেষী মহল পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করছে। প্রত্যেক জেলার এক বা একাধিক থানা স্বার্থান্বেষী মহলের রোষাণলে পড়ে। ফলশ্রুতিতে এ মুহূর্তে বাংলাদেশে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কে ট্রাফিক কন্ট্রোলের জন্য কোনো পুলিশের উপস্থিতি নেই এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

আরও বলা হয়, উপরোক্ত বক্তব্যের প্রেক্ষিতে ক্যাডেটদের দায়িত্বপূর্ণ এলাকায় বিএনসিসিও/পিইউও/টিইউওদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএনসিসি এর আগ্রহী সক্রিয় ক্যাডেট কর্তৃক নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে অবহিত পূর্বক এবং আনসার ভিডিপি এর সঙ্গে সমন্বয় পূর্বক যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভূমিকা রাখবে।

এদিকে আজ বুধবার শিক্ষার্থীদের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এতে সাধারণ মানুষও অংশ নেন। এছাড়া নগরের বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দেখা যায় শিক্ষার্থীদের।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ