ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

সিরাজগঞ্জ কারাগারে গোলাগুলি

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৪, ২০:৩৯

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেওয়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জামিনপ্রাপ্তদের বের হওয়ার সুযোগে অন্যান্য বন্দিরা বের হওয়ার চেষ্টা করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়েন কারারক্ষীরা। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে বন্দিদের স্বজনরা সকাল থেকেই কারাগারের সামনে ভিড় করেন। বিকেল ৪টার দিকে রাজনৈতিক ও সম্প্রতিক কোটা আন্দোলনে গ্রেফতার ২৩ জনকে ছেড়ে দেওয়া হবে বলে কারা কর্তৃপক্ষ স্বজনদের জানান। কিন্তু এসময় অন্য বন্দিরা জোরপূবর্ক বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে কারাগারের ভেতর ও বাইরে বন্দিদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত কারাগারে এসে পরিস্থিতি শান্ত করেন।

জেল সুপার এএসএম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের আদেশে গতকাল ১৫১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ২৩ জনকে মুক্তি দেওয়ার কথা। তাদের মুক্তি দেওয়ার সময় জামিনপ্রাপ্তদের সঙ্গে কারাবন্দিরাও বের হওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণ ফাঁকা গুলি করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের কারাগারের ভেতরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে আজকের জামিনপ্রাপ্তদের আগামীকাল মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ