আন্দোলনের বিভিন্ন দেয়ালে যা যা লেখা হয়েছিল, তার সব মুছে দেয়ালগুলোতে নতুন করে রঙ করছে শিক্ষার্থীরা।
বুধবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এ কার্যক্রম করতে দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ও স্কুল শিক্ষার্থীদের।
তারা জানায়, গণঅভ্যুত্থানে পতন হয়েছে সরকারের। এবার, দেশকে নিজেদের মতো গড়বে তারা। দেশের প্রয়োজনে যে কোনো কিছু করতে তারা প্রস্তুত। এছাড়া, ক্যাম্পাসের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে শিক্ষার্থীরা।
এদিকে, সেনাবাহিনীর ও ছাত্রদের উদ্যোগে স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে সংসদ ও গণভবন এলাকা। সকাল থেকে উৎসুক জনতার ভিড় থাকলেও নতুন করে কাউকে সংসদ ও গণভবন এলাকায় ঢুকতে দিচ্ছেন না সেনা সদস্যরা। একইসঙ্গে এলাকাটিতে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ছাত্ররা।
বিপুল মানুষের সমাগমের কারণে সংসদ এলাকায় প্রচুর আবর্জনা জমে যায়। পানির বোতল, চিপস, বিস্কুটসহ বিভিন্ন খাবার সামগ্রী ও ভাঙচুরের ধ্বংসাবশেষ জমে থাকতে দেখা গেছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ