মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

কাল থেকে সীমিত পরিসরে চলবে আদালত

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৪, ১৪:৪৯

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে। আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সীমিত আকারে সরাসরি ও ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে।

আজ বুধবার (৭ আগস্ট) এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আপিল বিভাগের বিষয়ে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে ৮ আগস্ট থেকে সরাসরি-ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম। এ সময়ের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন।

তবে তিনিও বৃহস্পতিবার থেকে সরাসরি কিংবা ভার্চুয়ালি চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই বন্ধ আছে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ