সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরীর কার্যালয় ঘেরাও করে রেখেছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৭ আগস্ট) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা সভা করেন। পরে সচিবের রুম ঘেরাও করে রাখেন তারা।
এদিকে সকাল থেকে সচিবালয়ে কর্মচারীরা আসার পর দুপুর ১২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা। এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত প্রায় একশ কর্মচারী একত্রিত হয়ে জরুরি আলোচনা করেন। তৈরি করেন পদোন্নতি বঞ্চিতদের তালিকা। পরে এ তালিকা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) রিপন চাকমার দপ্তরে যান তারা। তাকে না পেয়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন তারা। পরে তারা পুনরায় আবার আলোচনায় বসেন।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব এখন পর্যন্ত সচিবালয় প্রবেশ করেননি। এ বিষয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সচিবালয়ে আসতেছি এরপরে বিষয়টা দেখব।
শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর থেকে পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের পদোন্নতির দাবি জানিয়ে আসছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ