ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

আজ থেকে সব পোশাক কারখানা চালু হচ্ছে

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৪, ১০:০০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১০:০৬

স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করছে রাজধানী। খুলতে শুরু করেছে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। তবে উপস্থিত তুলনামূলক কম। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার দেশের ব্যাংকও খুলেছে।

উত্তেজনাকর পরিস্থিতিতে তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার (৭ আগস্ট) থেকে খুলছে তৈরি পোশাক ও বস্ত্রকল কারখানা। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।

জানা যায়, তৈরি পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার বিকেলে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, মো. নাছির উদ্দিন, পরিচালক শোভন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি তপন চৌধুরী অংশ নেন।

চলাচল কম হলেও পণ্য পরিবহনের যানবাহন চলাচল করতে দেখা যায়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েক দিনের টানা বিক্ষোভ, সংঘাত-সহিংসতায় দেশব্যাপী যে গুমোট অবস্থা ছিল, তা কাটতে শুরু করেছে। এদিকে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে, ঢাকা শহরসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ