ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৪, ০৮:৩২ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ০৮:৩৭

রাজধানীর নয়াপল্টনে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রেক্ষাপটে এ সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

দলের নেতারা মনে করেন, কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছাত্রনেতাদের মতামতের সঙ্গে তাদের দ্বিমত থাকবে না।

তবে সরকারের মেয়াদ বেশি দিন হলে তা নিয়ে কিছুটা হলেও আপত্তি তুলতে পারে দলটি। সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি।

বিএনপি এখন দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করছে। গতকাল এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে এই আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সংসদ ভেঙে দিয়ে নতুন সরকার গঠন না করলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। অবশ্য মির্জা ফখরুলের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার পতনের পর বিএনপি বড় ধরনের শোডাউন করবে। কারণ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়েছে।

রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

বিএনপি নেতারা বলেন, ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন তারা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারে যারাই আসুন, তাদের নিয়ে কোনো নেতিবাচক বক্তব্য দেবে না।

বৈঠক সূত্র জানায়, বিএনপির কাছে সরকার গঠনের বিষয়ে মতামত না চাইলে এ বিষয়টি আলোচনায় আনতে রাজি নন তাঁরা। কাদের উপদেষ্টা দেওয়া যায়, সে বিষয়ে প্রস্তাব চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জামায়াতসহ যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সবার মতামতের ভিত্তিতে প্রস্তাব দেবে দলটি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে চান, আপনারা তাকে সমর্থন করেন কি না?

জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এটা আমাদের সমর্থন করার বিষয় না। রাষ্ট্রপতি আমাদের প্রস্তাব দিলে আমরা রাষ্ট্রপতির কাছে নাম দেব। সরকার গঠনের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার। তবে ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তাদের আন্দোলনের প্রতি একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে একাত্মবোধ করছি। এখানে বলব, সর্বদলীয় ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত, যে বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকার পতন আন্দোলনে যুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্য সব রাজনৈতিক দল, ব্যক্তি, পেশাজীবী—যারাই এ সংগ্রামে জড়িত ছিল, তাদের প্রতি কৃতজ্ঞা জানান তিনি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ