কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে আন্দোলনে নেমেছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষক আসিফ মাহাতাব। এরপর পুলিশ সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৬ আগস্ট) ৮ দিন কারাজীবন কাটিয়ে মুক্তি পাচ্ছেন আলোচিত এই শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন নাফিসা তাসনিম।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে কারাগার থেকে আমার ভাইকে ছাড়া হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা এখন কারাফটকে তার জন্য অপেক্ষা করছি।
এর আগে শনিবার (২৮ জুলাই) রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যায়। ঢাকা পোস্টকে এ কথা জানান আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম।
আটকের চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মাহতাব। সে কারণে সে আটক করা হয়। এছাড়াও সে কোটা আন্দোলনে সমর্থন ও মাঠে ছিলেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ