ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

পল্টনে সমাবেশ করতে পারেনি গণতন্ত্র মঞ্চ

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৪, ১৫:০৮

রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ বুধবার (৩১ জুলাই) পূর্বনির্ধারিত প্রতিবাদ সভা করতে পারেনি গণতন্ত্র মঞ্চ। পুলিশ ওই এলাকা ঘিরে রাখায় সেখানে সমাবেশ করা যায়নি বলে মঞ্চের নেতারা অভিযোগ করেন। পরে পল্টন মোড় থেকে বেশ খানিকটা দূরে ইমামবাড়ির সামনের ফুটপাতে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, পুলিশ তাদের মাইক কেড়ে নিয়েছে। শান্তিপূর্ণ সভা করতে দেয়নি। এর প্রতিবাদে তারা আগামীকাল বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি পালন করেন তারা। নেতারা অভিযোগ করেন, মাইক কেড়ে নিয়ে এবং কর্ডন করে রেখে সমাবেশ পণ্ড করেছে পুলিশ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন হত্যার নজির ইতিহাসে নেই উল্লেখ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

জনগণের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে বলে উল্লেখ করেন নেতারা। তা আড়াল করার জন্যই বিএনপি-জামায়াতকে বলির পাঠা বানাতে চায় বলেও মন্তব্য করেন তারা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ