ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

এক দিনেই ভ্যাকসিন পেল সাড়ে ৬৭ লাখ মানুষ

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইনে এক দিনেই দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ।

এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। যদিও ৭৫ লাখ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা ছিল প্রথমদিন।

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

মঙ্গলবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ভ্যাকসিনদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে ভ্যাকসিন মজুত আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ